৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ পরিক্ষার্থী। জানা যায়, আজ বিকালে এক জরুরি সভা ডাকেন পিএসসির চেয়ারম্যান। সভায় ফল প্রকাশের চুড়ান্ত সিদ্ধান্ত হয়। এরপর পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd তে ফল প্রকাশ হয়। এছাড়া টেলিটকের http://bpsc.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এ বিষয়ে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪ এর বিধি ৭ এবং ৩০ নভেম্বর ২০২০ তারিখে জারিকৃত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২০ শর্ত অনুযায়ী প্রাথমিকভাবে ১৫ হাজার ২২৯ প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগ এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চার লাখ ৪২ হাজার ৫৩২ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। আবেদনের সংখ্যার হিসাবে বিসিএসের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া। শুরুতে আবেদনের শেষ সময় গত বছরের ৩১ জানুয়ারি থাকলেও পরে তা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে।
Development by: webnewsdesign.com