ব্যক্তিগত পারফরম্যান্সে গত মৌসুমে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। হয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতায় অনেকের বিচারে ব্যালন ডি’অরের জন্য ভিনিই ফেভারিট ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি উঠেছে রদ্রির হাতে।
রদ্রির হাতে ব্যালন ডি’অর ওঠার পর অনেকেই অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল কোথায় পিছিয়ে ছিলেন ভিনি। পুরস্কার দেওয়ার দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে। সেখানে দেখা গেল, বিজয়ীর কাছে মাত্র ৪১ ভোটে হেরেছেন ভিনিসিয়ুস। তিনি পেয়েছেন ১১২৯ ভোট। আর রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট।
অনেকেই আবার রদ্রির পুরস্কার জেতাকে সঠিক বলেছিলেন। গত মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে জিতেছেন ইউরোও।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও হন তিনি।
Development by: webnewsdesign.com