৪০ কর্মীকে ৯০ কোটি টাকা বোনাস চীনা কোম্পানি

বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ১:৫৮ অপরাহ্ণ

৪০ কর্মীকে ৯০ কোটি টাকা বোনাস চীনা কোম্পানি
৪০ কর্মীকে ৯০ কোটি টাকা বোনাস চীনা কোম্পানি
apps

মাত্র ৪০ কর্মীকে বছর শেষে ৯০ কোটি টাকা বোনাস দিয়েছে একটি চীনা কোম্পানি। খবরটি বিশ্বজুড়ে বেশ শোরগোল তুলেছে। তবে সেই আলোচনা শুধু কর্মীদের মোটা অঙ্কের বোনাস দেওয়ার জন্য নয়।

জোর বিতর্ক চলছে বোনাস দেয়ার অদ্ভুত উপায় নিয়েও। বছর শেষে কোম্পানির অফিসে আয়োজন করা হয় বাৎসরিক পার্টির। সেই পার্টিতে মঞ্চে রীতিমতো ব্যাংক নোটের স্তূপ করা হয়। দুই-এক কোটি নয়। ৬১ কোটি মিলিয়ন ইউয়ান। ডলারে যার পরিমাণ ৯ মিলিয়ন।

বাংলাদেশি টাকায় ৯০ কোটির বেশি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এরপরই বিষয়টি নিয়ে উঠেছে সমালোচনা ও বিতর্কের ঝড়। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, চীনের হেনান প্রদেশভিত্তিক ক্রেইন তৈরি ও বাজারজাতকারী ওই প্রতিষ্ঠানটির নাম ‘হেনান মাইনস’।

Development by: webnewsdesign.com