৩০ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল: ডব্লিউএইচও

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৪:৪৩ অপরাহ্ণ

৩০ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল: ডব্লিউএইচও
apps

মাত্র ৩০ মিনিটেই মিলবে করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে।

সংস্থাটি বলছে, এখন থেকে বিশ্বের ১৩৩টি দেশে নতুন এক প্রযুক্তির মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে। খরচ পড়বে সর্বোচ্চ পাঁচ ডলার অর্থাৎ পাঁচশ টাকার কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম বলেন, নতুন, সহজে বহন ও ব্যবহারযোগ্য, এই পরীক্ষা কয়েক ঘণ্টা অথবা কয়েক দিন নয়, মাত্র ১৫ থেকে ৩০ মিনিটে করোনার ফল দিতে পারবে। র‌্যাপিড টেস্টের এই সুবিধা তুলনামূলক গরিব দেশগুলোর জন্য বেশ কাজে আসবে।

Development by: webnewsdesign.com