২ লক্ষ দক্ষ ড্রাইভার তৈরি করবে সরকার

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৪৫ অপরাহ্ণ

২ লক্ষ দক্ষ ড্রাইভার তৈরি করবে সরকার
apps

বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ গাড়ি চালক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। অর্থমন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) অধিনস্থ ৬১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) মাধ্যমে ২০২৩ সালের মধ্যে ২ লাখ দক্ষ চালক তৈরি করা হবে। এর মধ্যে চলতি ২০২০ সালের মধ্যেই ৫২ হাজার চালক তৈরি করা হবে। এদের বড় অংশ বিদেশে কর্মসংস্থান হবে মনে করেন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মো. জাহিদুল হক।

 

 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বিএমইটি ভবনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) অধিনস্থ ৬১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকে (টিটিসি) ‘প্রশিক্ষণ গাড়ি ও সিমুলেটর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Development by: webnewsdesign.com