২৪ ঘণ্টায় লেবাননে করোনাভাইরাসে মৃত্যু ৮১

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ৯:১৫ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় লেবাননে করোনাভাইরাসে মৃত্যু ৮১
apps

লেবাননে ২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৮১ জনের এবং নতুনভাবে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ হাজার ৪ জনের পরীক্ষায় এ আক্রান্তের সংখ্যা শনাক্ত হয়েছে।

দুই সপ্তাহে পরীক্ষাগুলোর ইতিবাচক হার দাঁড়িয়েছে ২১.৮ শতাংশ। নতুন রেকর্ড হওয়া আক্রান্ত লেবাননে আগত ভ্রমণকারীদের মধ্যে ১৩ জনকে শনাক্ত করা হয়েছে।

এছাড়াও ২৩৩৫ জন রোগী হাসপাতালে ছিলেন, আইসিইউতে ৯৪২ জন এবং ভেন্টিলেটরে ছিলেন ৩৪৫ জন।

এই দেশে ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫ হাজার ৮৪২ জন এবং ৩ হাজার ২২৬ জনে।

লেবাননে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণে লকডাউনসহ কারফিউ চলছে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Development by: webnewsdesign.com