২৪ ঘণ্টায় ডেঙ্গিতে ৯ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | ৮:৩২ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় ডেঙ্গিতে ৯ জনের মৃত্যু
ডেঙ্গিতে একদিনে ৯ জনের মৃত্যু
apps

ডেঙ্গি সংক্রমণ ক্রমেই মাথাচাড়া দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরও ৯ জন। যা চলতি একদিনে বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গিতে ১৬১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন করে ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৬ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৯৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৪ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৭৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন এক হাজার ৪০০ জন।

Development by: webnewsdesign.com