২১ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল গ্রেফতার

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ৩:২৬ অপরাহ্ণ

২১ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল গ্রেফতার
apps

২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল মঞ্চে গ্রেনেড ছোড়ার কথা স্বীকার করেছে। এছাড়া ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে প্রশিক্ষণ নিয়ে হামলায় অংশ নেয় বলেও জানায় সে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেশের ইতিহাসে নৃশংস এক হামলার ঘটনা ছিল ২০০৪ সালের ২১ আগষ্ট। সেই সময়ের বিরোধী দলের নেতা শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন আইভি রহমানসহ ২৩ জন, আহত হন অনেকে।

এই ঘটনায় আদালতের রায়ে দণ্ডিত হন মোট ৩৬ জন। তাদের মধ্যে পলাতক আছেন ১৯ জন। তাদেরই একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইকবাল। র‌্যাব জানায় সোমবার রাত ৩টায় দিয়াবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।

Development by: webnewsdesign.com