২০২৪ প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগেই কোভিড হানা

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ | ৫:৩৭ অপরাহ্ণ

২০২৪ প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগেই কোভিড হানা
প্যারিস অলিম্পিকে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা
apps

২০২৪ প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগেই কোভিড হানা দিল গেমস ভিলেজে। অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর নারী দলের পাঁচ খেলোয়াড় আক্রান্ত। সুস্থ হওয়ার পর অনুশীলনে নামবেন তারা।

জানা যায়, অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর পুরুষ দলের দুই সদস্য জ্বর নিয়ে প্যারিসের বিমানে উঠেছিলেন। উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। সেই পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। কোভিড পরীক্ষার ফল আসার পর অসুস্থ খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবার নারী দলের পাঁচ জন আক্রান্ত হলেন।

এর আগে অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের সকলের কোভিড পরীক্ষা করানো হয়েছে। সকলকে মাস্ক পরতে বলা হয়েছে। অস্ট্রেলিয়া দলের প্রধান আনা মেয়ার্স তাদের শিবিরে কোভিড হানার কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনো সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

Development by: webnewsdesign.com