২০২৩ সালের মাঝামাঝিতে যুদ্ধবিরতি হতে পারে : ন্যাটো জেনারেলের

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | ৫:০৬ অপরাহ্ণ

২০২৩ সালের মাঝামাঝিতে যুদ্ধবিরতি হতে পারে : ন্যাটো জেনারেলের
২০২৩ সালের মাঝামাঝিতে যুদ্ধবিরতি হতে পারে : ন্যাটো জেনারেলের
apps

ন্যাটোর সাবেক জেনারেল হ্যানস লোথার দেমরোসরাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতি বছরের মাঝামাঝিতে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন ন্যাটোর সাবেক একজন জেনারেল। হ্যানস লোথার দেমরোস নামে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক এই জেনারেল বলেন, ‘আমার ধারণা গ্রীষ্মে দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হবে।’

জার্মানির ফাঙ্ক মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে এই জেনারেল বলেন, যুদ্ধবিরতির সব থেকে সম্ভাব্যসময় হবে ‘ফেব্রুয়ারি থেকে মে’ মাসের মধ্যে। জেনারেল দেমরোস বলেন, যুদ্ধবিরতি চুক্তির মোমেন্টাম হবে এটা।

তবে তিনি এটাও বলেন, দুই দেশের মধ্যে যদিও যুদ্ধবিরতি হয়, তার মানে এই না যে ‘শান্তি আসবে’। যুদ্ধবিরতি মানে গোলাগুলি বন্ধ হবে।
জার্মানির এই জেনারেল বলেন, ‘সমঝোতায় অনেক সময় (টাইম) প্রয়োজন হয়। একজন মধ্যস্থতাকারী থাকতে হয়।’ তার মতে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যস্থতাকারী হতে পারেন। সূত্র: আল জাজিরা

 

Development by: webnewsdesign.com