১ জনের ছুরি হামলায় ৭ জনের মৃত্যু

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ১১:৫২ পূর্বাহ্ণ

১ জনের ছুরি হামলায় ৭ জনের মৃত্যু
apps

চীনের লিয়াওনিং প্রদেশে এক ব্যক্তির ছুরি হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে প্রদেশের উত্তর- পূর্বাঞ্চলে অবস্থিত কাইয়ুয়ান শহরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

বৃটিশ এই সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়, হামলার সাথে জড়িত সন্দেহ একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্দেহভাজন ওই ব্যক্তি একের পর এক ছুরিকাঘাত করেই যাচ্ছিল। স্কুল বন্ধ থাকায় রক্ষা পাওয়া গেছে। নয়ত আরও অনেকেই হতাহত হতে পারত।

পুলিশ জানায়, হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে এই পুলিশ সদস্য মারাত্মক জখম হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, কমিউনিস্ট চীনে সহিংস হামলার ঘটনা খুব কমই ঘটে। তবে কয়েক বছর ধরে ছুরি নিয়ে অকারণে হামলার ঘটনা বেশ কয়েকটি ঘটেছে।

Development by: webnewsdesign.com