১৬ তুর্কি সেনা নিহত, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা তুরস্কের

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৫:১২ অপরাহ্ণ

১৬ তুর্কি সেনা নিহত, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা তুরস্কের
apps

লিবিয়ায় বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে তুরস্কের অন্তত ১৬ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী। রবিবার এ দাবি করে বিবৃতিতে দিয়েছে হাফতারের মুখপাত্র। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও স্বীকার করেছেন, তার দেশের কিছু সেনা মারা গেছেন।

ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারের প্রতি সমর্থন জানিয়ে তুরস্ক দেশটিতে সেনা পাঠিয়েছে। তাফতারের অনুগত বাহিনীর সঙ্গে এসব সেনাদের সঙ্ঘাত রয়েছে।

হাফতারের মুখপাত্র জানিয়েছেন, রাজধানী ত্রিপোলি দখলের লড়াইয়ের সময় মিসরাতা ও আল-ফালাহ শহরে তুরস্কের সেনারা নিহত হয়।

 

 

সেনা নিহতের বিষয়ে এরদোয়ান বলেন, লিবিয়ার জাতীয় সরকারের স্বার্থে আমরা সেখানে সেনা পাঠিয়েছি। আমরা লিবিয়ায় লড়াই অব্যাহত রাখব। এরইমধ্যে সেখানে আমাদের কয়েকজন সেনা শহীদ হয়েছেন। অন্যদিকে আমরা হাফতার অনুগত বহু সেনাকে নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছি।

প্রেসিডেন্ট এরদোয়ান গত শুক্রবার প্রথমবারের মতো লিবিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করেন।

তিনি জানান, তুরস্কের সেনারা সেখানে লিবিয়ার সেনাদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য কাজ করছে। সিরিয়ার কথিত ন্যাশনাল আর্মির সদস্যরা লিবিয়ায় রয়েছে।

Development by: webnewsdesign.com