১৪ দিন পর চীন থেকে বাংলাদেশিরা ফিরতে পারবেন

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৮ অপরাহ্ণ

১৪ দিন পর চীন থেকে বাংলাদেশিরা ফিরতে পারবেন
apps

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে ১৪ দিনের মধ্যে কাউকেই চীনের উহান ছাড়তে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ। এই সময়ে কাউকে প্রবেশও করতে দেয়া হবে না।

ফলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের ফিরতে আরও ১৪ দিন লাগবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের বাংলাদেশ দূতাবাস থেকে সরকারকে এই তথ্য জানানো হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে বাংলাদেশিসহ উহানে থাকা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য বেইজিং ও উহান কর্তৃপক্ষ অভিন্ন এ সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, চীনের সরকারি সূত্র উদ্ধৃত করে বেইজিং থেকে বাংলাদেশ দূতাবাস গতকাল সোমবার ঢাকায় এক বার্তা পাঠায়। এতে উল্লেখ করা হয়েছে, দেশটিতে ছোঁয়াচে ব্যাধি করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। সোমবার নতুন করে ২৭০০ জন আক্রান্ত হয়েছেন মর্মে নথি রেকর্ডভুক্ত হয়েছে। এদের সবার পরীক্ষা-নিরীক্ষা পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে ওই তালিকায় কোনো বাংলাদেশি এখনো নেই।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর। সেখানে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি আছেন। তাদের ফেরত আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। তবে চীনের স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে তাদের আপাতত দু’সপ্তাহ পর ফিরতে হচ্ছে।

Development by: webnewsdesign.com