১১৭৮ কোটি টাকায় বাড়ি কিনলেন অ্যামাজন প্রধান

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ

১১৭৮ কোটি টাকায় বাড়ি কিনলেন অ্যামাজন প্রধান
apps

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার।

সম্প্রতি বেজোস আমেরিকার লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে ব্যয়বহুল একটি বাড়ি কিনেছেন তিনি। এর মূল্য ১১৭৮ কোটি টাকা।

লস অ্যাঞ্জেলেসে ব্যয়বহুল সম্পত্তির নতুন রেকর্ড এটি। মার্কিন সংবাদমাধ্যমের খবর, বেজোস এই বিলাসবহুল বাড়িটি (যার নাম ওয়ার্নার এস্টেট) মিডিয়া ব্যবসায়ী ডেভিড গেফেনের কাছ থেকে কিনেছেন। লস অ্যাঞ্জেলেসের আবাসিক সম্পত্তির মধ্যে এটি এ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল চুক্তি।

ওয়ার্নার এস্টেট নামের এই বাংলো বেভারলি পাহাড়ের নয় একর জায়গাজুড়ে অবস্থিত। এতে গেস্ট হাউস, টেনিস কোর্ট এবং গলফ কোর্সসহ আরো অনেক কিছু রয়েছে।

এই বাড়িটি ১৯৩০ সালে ওয়ার্নার ব্রাদার্সের জ্যাক ওয়ার্নার তৈরি করেছিলেন। এটি হলিউড সিনেমা টাইটান জ্যাক ওয়ার্নারের জন্য নকশা করা হয়েছিল।

Development by: webnewsdesign.com