হোয়াটসঅ্যাপ তার ওয়েব ভার্সনে নতুন সিকিউরিটি ফিচার নিয়ে আসছে বলে ঘোষণা দিয়েছে। ডেক্সটপ থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব খুললে নিরাপত্তার আরো একটি ধাপ পেরিয়ে পৌঁছাতে হবে চ্যাট বক্সে।
ফোনের ফেস আইডি এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে আনলকের ক্ষেত্রে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টকে নিরাপত্তা দিতে আনলক প্রক্রিয়া আরও দৃঢ় করতে চলছে হোয়াটসঅ্যাপ।
কিউ আর কোড স্ক্যান করার আগে এই আনলক প্রক্রিয়া থাকবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। যারা অফিস থেকে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে থাকেন, এই ফিচারে তাদের সুবিধা হবে বলে মনে করছে হোয়াটসঅ্যাপ।
এ ছাড়া ডেক্সটপে হোয়াটসঅ্যাপ খুললে ফোনে আসবে নোটিফিকেশন।
Development by: webnewsdesign.com