হেফাজত ইসলামের কাউন্সিল ‘অবৈধ’,অংশ নিবেনা শফীর ভক্তরা

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ১১:১৯ পূর্বাহ্ণ

হেফাজত ইসলামের কাউন্সিল ‘অবৈধ’,অংশ নিবেনা শফীর ভক্তরা
apps

হেফাজতে ইসলামের কাউন্সিলকে ‘অবৈধ’ বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর অনুসারীরা। তারা এই সন্মেলনে অংশ নিবেন না বলেও জানান। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এইসব মন্তব্য করেন আল্লামা শফীর অনুসারীরা।

এ সময় তাঁরা অভিযোগ করে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আল্লামা শাহ আহমদ শফীর ছোট শ্যালক মো. মঈন উদ্দিন। এ ছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন।

রোববার সকালে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল আহ্বান করেছে সংগঠনটির বর্তমান মহাসচিব জুনাইদ বাবুনগরীর অনুসারীরা।

সারা দেশে জেলা পর্যায়ে হেফাজতের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও এতে দাওয়াত না পাওয়ার কথা জানিয়েছেন আল্লামা শফীর অনুসারীরা। আল্লামা শফীর জায়গায় নতুন নেতৃত্ব ঠিক করার কথা রয়েছে এই কাউন্সিলের মধ্য দিয়ে।

Development by: webnewsdesign.com