হুয়াওয়েকে দেউলিয়া করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে দাবী:রেন ঝেংফেই

সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | ১:৪১ অপরাহ্ণ

হুয়াওয়েকে দেউলিয়া করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে দাবী:রেন ঝেংফেই
apps

হুয়াওয়েকে দেউলিয়া করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে দাবী করলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। সম্প্রতি এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।তিনি বলেন, একের পর এক নিষেধাজ্ঞায় আমাদের মনে হচ্ছে যে এমন কিছুই তারা মনঃস্থির করেছে। বিশেষ করে নতুন কিছু নীতিমালার দিকে তাকালে এমন না মনে হয়ে আসলে উপায় নেই।যদিও, জো বাইডেন ক্ষমতায় আসলে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। কিন্তু বাইডেন ক্ষমতায় আসলেই যে এইসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সে ব্যাপারে এখনও কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আর নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি হুয়াওয়ের সঙ্গে কোনো ধরণের ব্যাবসা করতে পারছেনা। তাই, হুয়াওয়ে মোবাইল ও মোবাইল নেটওয়ার্ক উপকরণ ব্যবসা থেকে ধীরে ধীরে ছিটকে যাচ্ছে।

এদিকে নিজস্ব ইকোসিস্টেম তৈরি করতে গবেষণা ও উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ হুয়াওয়ে। বিরাট অংকের এই প্রোজেক্টের অর্থ যোগান দিতে সম্প্রতি ১০ বিলিয়ন ডলারের বিনিময়ে অনার ব্রান্ডকে বিক্রি করে দিয়েছে হুয়াওয়ে।

Development by: webnewsdesign.com