হিলি স্থলবন্দরে এক মাসে ১ লাখ ৮০ হাজার মেট্রিকটন ভারতীয় পাথর আমদানি

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৫০ অপরাহ্ণ

হিলি স্থলবন্দরে এক মাসে ১ লাখ ৮০ হাজার মেট্রিকটন ভারতীয় পাথর আমদানি
apps

গত জানুয়ারি মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১ লাখ ৮০ হাজার ২৮০ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে। যার বিপরীতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি,১০ লাখ ১৮ হাজার টাকা মাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন, হিলি কাস্টমসের ডেপুটি কমশিনার (ডিসি) সাইদুল আলম।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী বলেন, ‘রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিলটি আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর আমদানি করছে।এবন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে।সম্প্রতি এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।

ডেপুটি কমশিনার সাইদুল আলম জানান, এবন্দরে বর্তমান পাথরের আমদানি বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারি মাসে মোট পাথর আমদানি হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৮০ মেট্রিকটন। আর এ থেকে সরকারি রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। পাথরের পাশাপাশি অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে।

Development by: webnewsdesign.com