হিলিতে ১৩০ জন কৃষকের মাঝে বিনামূলো বীজ ও সার বিতরণ

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ

হিলিতে ১৩০ জন কৃষকের মাঝে বিনামূলো বীজ ও সার বিতরণ
apps

২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পূনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় পাটবীজ, গ্রীম্মকালীন পেঁয়াজ ও মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে দিনাজপুরের হিলিতে ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলো ২ লাখ ৬৪ হাজার টাকার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলাতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলাতানা জানান, ৯০ জন কৃষককে জন প্রতি ১ কেজি বীজ পিয়াজ, ২০ জন কৃষককে আধা কেজি পাট বীজ, ২০ জন কৃষককে ৫ কেজি করে মাস কালাই ও ১৩০ জন কৃষককেই ডিএপি ও এমপিও রাসায়নিক সার প্রদান করা হয়।

Development by: webnewsdesign.com