হিলিতে মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার দায়ে দুই দোকানীকে জরিমানা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ৩:১১ অপরাহ্ণ

হিলিতে মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার দায়ে দুই দোকানীকে জরিমানা
apps

দিনাজপুরের হিলিতে মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ ও একই ফ্রিজে ঔষধসহ খাবার রাখার দায়ে দুটি ঔষধের দোকান মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে হিলির মন্ডল ফার্মেন্সী ও জাহিদ ফার্মেন্সী নামে দুইটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

 

তিনি জানান,নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ হাকিমপুর উপজেলার হিলি বাজারে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ন ঔষধ ও একই ফ্রিজে ঔষধসহ খাবার রাখার দায়ে মন্ডল ফার্মেন্সিকে ১০ হাজার ও জাহিদ ফার্মেন্সিকে ৫ হাজার সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Development by: webnewsdesign.com