হিলিতে ভিওআইপি ব্যবসা করার অপরাধে আটক-১

শনিবার, ১৫ জানুয়ারি ২০২২ | ১২:২৫ অপরাহ্ণ

হিলিতে ভিওআইপি ব্যবসা করার অপরাধে আটক-১
apps

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ০২টি কলো রংয়ের ৫১২ পোটের সিম বক্স, একটি কালো রংয়ের DUAL BAND REPEATER,একটি সাদা রংয়ের প্লাস্টিকের এন্টিনার, দুইটি এন্টিনাযুক্ত সাদা রংয়ের TP-LINK BSNL রাউটার, ভারতীয় মোবাইল অপারেটর ইঝঘখ এর ৬০টি মোবাইল সিম,ভারতীয় মোবাইল অপারেটর ঠঙউঅঋঙঘঊ এর ০৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে হাকিমপুর উত্তর বাসুদেবপুর বাংলাহিলি মো: রেজাউল করিম এর বাড়ীর ৩ য় তলায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চির্কা গ্রামের মো: আরমাদ মিজি এর ছেলে মোঃ রুবেল হোসেন (৩৩) নামের এক জনকে আটক করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম বলেন, অবৈধ ভাবে মোবাইল সিম সংগ্রহ করে সরকারী চার্জ ফাঁকি দিয়ে ভি ও আইপি ব্যবসা পরিচালনা করার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী ২০১০) এর ৭৩/৭৪ ধারায় হাকিমপুর থানায় মামলা নং-১১।

 

Development by: webnewsdesign.com