হিলিতে বই উৎসব

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ১:১৬ অপরাহ্ণ

হিলিতে বই উৎসব
apps

শিক্ষা বর্ষের প্রথম দিনে, শিক্ষার্থীরা জনে জনে বই নিবে খুশি মনে, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় হিলির বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই উৎসব পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় হিলির ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিক ভাবে স্বুলের ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। এবারে উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৪৭টি স্কুলে ৫৭ হাজার ৯৬৫ ও মাধ্যমিক ৩৫টি স্কুলে ১ লাখ ৩৫ হাজার বই বিতরণ করা হয়েছে।

বই উৎসব উপলক্ষে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার এসএমএম শহীদুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম, মেয়র জামিল হোসেন চলন্ত।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অতিথিরা জানান, বছরের শুরু থেকেই তাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, শিক্ষার কোন বিকল্প নেই, দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজের প্রয়োজন তাই সরকার শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।

Development by: webnewsdesign.com