বাজারে দেশীয় কাঁচামরিচ সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকলেও সপ্তাহের ব্যবধানে দাম নেমেছে ২৫ টাকায়।
এক সপ্তাহ আগেও প্রতিকেজি দেশীয় কাঁচামরিচ পাইকারিতে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিলো। একইভাবে খুচরা বিক্রিতেও ৬০ টাকা থেকে নেমে প্রতিকেজি কাঁচামরিচ ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারে কাঁচা পণ্য কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে সব জিনিসের দাম যখন ঊর্ধ্বমুখী তখন মৌসুমি সবজি ও অন্য পণ্য বাজারে আসায় দাম কমছে। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম অনেক কমে এসেছে। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ দাম ছিলো ৬০ টাকা। আবার মাস আগে প্রতি কেজি মরিচ কিনতে হয়েছে ১০০ টাকার বেশি।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা শাকিল আহম্মেদ বলেন, আগে অতিরিক্ত গরম ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন কমে আসে। এতে বাড়তি দামে বিক্রি করতে হতো।
এখন শীত মৌসুমে বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের আবাদ ভালো হওয়ায় উৎপাদন বেড়েছে, কমেছে দাম। নওগাঁ বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে বাজারে আসছে। এ অবস্থায় বন্দর দিয়ে কাঁচামরিচ আসা বন্ধ হলেও দামে প্রভাব পড়েনি।
তিনি আরও বলেন, মৌসুমি অন্যান্য সবজির সরবরাহ বাড়ায় বাজার স্থিতিশীল আছে। বিভিন্ন পণ্যের দামও ক্রেতাদের হাতের নাগালে চলে এসেছে।
হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, বাজারে দেশীয় কাঁচামরিচ সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে সেই সাথে লোকসান আশংকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
Development by: webnewsdesign.com