হাকিমপুরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু

বুধবার, ১৫ জুন ২০২২ | ৭:৫৬ অপরাহ্ণ

হাকিমপুরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু
apps

“জনশুমারিতে তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে। গতরাতে ভাসমান ব্যক্তিদের তথ্য সংগ্রহের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। সাত দিন ধরে চলবে এই কর্মসূচি।

বুধবার (১৫ জুন) সকাল থেকে হাকিমপুর উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের ৩৫ ধরনের তথ্য সংগ্রহ করছে দায়িত্বপ্রাপ্ত ২২৪ জন কর্মীরা।

হাকিমপুর উপজেলা জনশুমারি সমন্বয়কারী আনিছুর রহমান জানান, হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২২৪ জন তথ্যসংগ্রহকারী ও ৩৭ জন সুপারভাইজার ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কাজ করছে। তথ্য সংগ্রহ আগামী ২১ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে।

Development by: webnewsdesign.com