হাইকোর্টে জামিনের আবেদন করলেন সাবরিনা

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ১০:২৫ অপরাহ্ণ

হাইকোর্টে জামিনের আবেদন করলেন সাবরিনা
apps

করোনার (কোভিড-১৯) ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিন চৌধুরী। এ মামলায় গত জুনে তাকে গ্রেফতার করা হয়।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।

বিচারিক আদালতে মামলাটির পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য আছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলার আসামিরা হলেন জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

Development by: webnewsdesign.com