হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে নিহতের হত্যাকারী চিহ্নিত, যে কোনো সময় গ্রেফতার

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | ১:০১ অপরাহ্ণ

হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে নিহতের হত্যাকারী চিহ্নিত, যে কোনো সময় গ্রেফতার
(ছবি- সংগৃহীত)
apps

রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়ার পর এবার তার হত্যাকারীকেও চিহ্নিত করা হয়েছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ডিএমপির রমনা জোনের এডিসি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্ট এলাকায় ছুরিকাঘাতে নিহত হামিদুলের পরিচয় শনাক্তের পাশাপাশি অপরাধীকেও শনাক্ত করা গেছে।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে। ৪ জনকে আটক করা হয়েছে। মূল আসামিকে যে কোনো সময় গ্রেফতার করা হবে।

এদিকে এদিন সকালে নিহতের পরিচয় পাওয়া যায়। তার নাম হামিদুল ইসলাম, সেগুনবাগিচা এলাকায় ডিস লাইনের ব্যবসা করতেন তিনি। তার আনুমানিক বয়স ৪৫ বছর।

প্রসঙ্গত, শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হামিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক আ. রহমান জানান, হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে লোকজন রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে তার ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি একাই তাকে হাসপাতালে নিয়ে আসনে। কে বা কারা তাকে ছুরি মেরেছে তা জানাতে পারেননি ভ্যানচালক।

এদিন রাতে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানিয়েছিলেন, তার বাম পায়ে ৩টি ছুরিকাঘাত ও বাম হাতে আঘাত রয়েছে। তার পরনে ছিল কালো সোয়েটার ও গ্যাবার্ডিন প্যান্ট।

Development by: webnewsdesign.com