গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা হতে ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২ টি মটর সাইকেলসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, (সিপিসি-১) শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
র্যাব-সূত্র জানায় ১৭ জানুয়ারি ২০২২ ইং সকাল অনুমান ০৮.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ-আল-নোমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩নং দেওরগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল হাই(৩৫), পিতা- মোঃ আব্দুল জাহির এর বসত বাড়ী হতে ৭৫ (পচাঁত্তর) কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২ টি মটর সাইকেলসহ মোছাঃ রোকেয়া খাতুন (২৮) নামের একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাঘারুক গ্রামে মোঃ আব্দুল বারিকের মেয়ে, তাহার তাহার স্বামীর নাম মোঃ আব্দুল হাই। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে আলোচিত মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল হাই (৩৫), পিতা- মোঃ আব্দুল জাহির ২। মোঃ কাউছার মিয়া (২৮), পিতা- মোঃ আব্দুল জাহির, ৩। মোছাঃ রুমা বেগম (২৫), স্বামী- মোঃ কাউছার মিয়া, সর্বসাং- বাঘারুক, ৪। মোঃ আলমগীর (৩২), পিতা- মোঃ ইদ্রিস আলী, সাং- শিমুলতল, (বাঘাবাড়ী), থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী নিজের ও পলাতক আসামীদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে ও পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রদান করে এবং তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের সহিত পরিকল্পনা করে এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। এছাড়াও আরো জানায় যে, ভারতীয় সীমান্ত কাছাকাছি থাকায় ভারত থেকে গাঁজা নিয়ে এসে বাংলাদেশের মাদক ডিলারদের নিকট মাদক ক্রয়-বিক্রয় করে থাকেন। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ)৩৮/৪১ ধারামূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com