হংকংয়ের নিরাপত্তা বা উন্নয়ন ইস্যুতে হস্তক্ষেপ করতে এলে চোখ উপড়ে নেয়া হবে: লিজিয়ান

শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ৭:৫৯ অপরাহ্ণ

হংকংয়ের নিরাপত্তা বা উন্নয়ন ইস্যুতে হস্তক্ষেপ করতে এলে চোখ উপড়ে নেয়া হবে: লিজিয়ান
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান
apps

যত শক্তিশালীই হন হংকংয়ের দিকে তাকালে চোখ তুলে নেবে চীন। হংকংয়ের স্বায়ত্তশাসন ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে সরব আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের ‘পঞ্চচক্ষু জোট’কে? বৃহস্পতিবার(১৯ নম্বেভর) এ হুমকি দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার জোট ‘ফাইভ আইজ’ হিসেবে পরিচিত। বুধবার(১৮ নম্বেভর) হংকংয়ের ওপর চীনের স্বৈরাচারী আচরণ নিয়ে প্রশ্ন তোলে দেশগুলো।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বিশ্ব মোড়ল ‘ফাইভ আইজ’র যতটাই চোখ থাকুক না কেন তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা উন্নয়ন ইস্যুতে হস্তক্ষেপ করতে এলে চোখ উপড়ে নেয়া হবে।

আন্তর্জাতিক আইন এবং সুসম্পর্ক লঙ্ঘনকারী প্রত্যেক দেশের আচরণের বিরূদ্ধে অসন্তোষ প্রকাশ করছি। কেননা, হংকং একান্তই চীনের অভ্যন্তরীণ বিষয়।

Development by: webnewsdesign.com