স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার ; এম পি জয়

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার ; এম পি জয়
স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার ; এম পি জয়
apps

শিক্ষা কে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার কাজিপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১ টায় ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি সিরাজগন্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষকদের তথ্য প্রযুক্তিতে আরও দক্ষ হতে হবে। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় স্মার্ট নাগরিক, স্মার্ট শিক্ষক, স্মাট জাতি গঠনে ভূমিকা পালন করতে পারবে। “

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেফাজউদ্দিন মাস্টার,উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ বাবলু,শাপলা খাতুন,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। এ সময় উপজেলার ১৬৭ জন প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ ও প্রধান শিক্ষক মন্ডলী।

Development by: webnewsdesign.com