স্বাধীনতার ৫০ বছরেও কপালে জোটেনি আলিহাটবাসীর কাঙ্ক্ষিত সেতু

শনিবার, ০৮ জানুয়ারি ২০২২ | ২:৫৯ অপরাহ্ণ

স্বাধীনতার ৫০ বছরেও কপালে জোটেনি আলিহাটবাসীর কাঙ্ক্ষিত সেতু
apps

দিনাজপুর সর্ব দক্ষিণে সীমান্ত ঘেঁষা হাকিমপুর উপজেলা।স্বাধীনতার ৫০ বছর পার হলেও কপালে জোটেনি আলীহাট বাসীর কাঙ্ক্ষিত সেতু। সেতু না থাকায় প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, ভ্যান চালক, স্কুল শিক্ষার্থীসহ স্থানীয়দের। দিন, মাস ও বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নাই। তাই শুধু প্রতিশ্রুতি নয় দ্রুত সেতুটি বাস্তবায়ন দেখতে চায় এই এলাকার সাধারণ মানুষ।ইতিমধ্যে সেতুটি নির্মাণের জন্য এলজিইডির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, স্হানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার পুর্ব দিকে হিলি- বগুড়া মেইন রোডের মহেশপুর নামক স্হানে আলীহাট ইউনিয়নের বুঁক চিরে বয়ে গেছে তুলশী গঙ্গা নদী। আর এই নদীর দুই পাড়ে বসবাস চার গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের। নদীর উপরে একটি সেতু না থাকায় প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার সাধারন মানুষদের। প্রতিশ্রুতি মিলেছে বহুবার, কিন্তু দিন মাস পেরিয়ে বছর যায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখে না মানুষ। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও তুলশী গঙ্গা নদীর উপরে হয়নি সেই কাঙ্খিত সেতু। তাই অনেকটাই জনপ্রতিনিধিদের ওপর অভিমান করে সম্প্রতি সময়ে কাশিয়াডাঙ্গা গ্রামের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা নিজেদের শ্রম দিয়ে ২শ ফুট একটি কাঠের সেতু তৈরি করে। কাঠের সেতুটি এক নজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করে। বর্তমানে সেটি আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে আরো বিপাকে পড়েছে উপজেলার ছোট আলীহাট, বাঁশমুড়ি, আড়জিপাড়া, কাশিয়াডাঙ্গাসহ আট গ্রামের মানুষ। প্রতিশ্রুতি নয় এবার দ্রুত একটি সেতু বাস্তবায়নের দাবি স্থানীয়দের।

ছোট আলিহাট গ্রামের আনিছুর রহমান জানান, দীর্ঘ দিন থেকে আমরা কয়েক গ্রামের মানুষ সেতু অভাবে খুব কষ্ট করে আসছি। স্হানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ অনেক রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত সেতু নির্মাণের কোন বাস্তবে দেখা যায়নি। তাই প্রতিশ্রুতি নয় এখন আমরা বাস্তবায়ন দেখতে চাই।

আলিহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আবু সুফিয়ান জানান, আমি ছোট বেলা থেকে দেখে আসছি সেতু অভাবে আলিহাট ইউনিয়ন এর কয়েক গ্রামের মানুষ খুবই কষ্ট করে আসছে। আগে খেঁয়া ঘাটের নৌকা দিয়ে পথচারী, সাইকেল, ভ্যান চালক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করতো। আমরা বহুবার স্হানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন এর নিকট লিখিত ও মৌখিক দাবি জানায়েছি। প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি ইউপি নির্বাচনে সেতুটি নির্মাণ কাজ চালু হবে এটি নির্বাচনী মাঠে ইশতেহারে ছিলো। আমি স্হানীয় সংসদ সদস্যর কথা বলেছি তিনি আমাকে বলেছেন খুব অল্প সময়ের মধ্যে সেতুটি নির্মাণ কাজ শুরু হবে।এলজিইডির মাধ্যমে সেতুর টেন্ডার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম জানান, উপজেলার আলিহাট ইউনিয়ন এর কাশিয়াডাঙ্গা গ্রামের তুলশীগঙ্গা নদীর উপরে একটি পাকা সেতু নির্মাণের জন্য এলজিইডি মাধ্যমে টেন্ডারের জন্য উদ্ধর্তন কৃতপক্ষের কাছে পাঠানো হয়েছে।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান, সেতুটি নির্মানের জন্য ট্রেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে আশা করছি দ্রুত সেতুটি বাস্তবায়ন হবে।
তিনি আরও জানান, সেতুটি নির্মাণ হলে উপজেলার প্রায় কয়েক গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা হবে। সেই সাথে ফিরবে এখানকার মানুষের জীবন মানের উন্নয়ন।

Development by: webnewsdesign.com