সুনামগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ | ২:৪৯ অপরাহ্ণ

সুনামগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সুনামগঞ্জের ছাতক থানা এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শুক্রবার ১০ সেপ্টেম্বর রাতে দোলারবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের দক্ষিণ সুরমা থানার বরইকান্দি গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র আতিকুর রহমান আতিক (৪৭), একই এলাকার মৃত মঙ্গল হোসেনের পুত্র সুমন আহম্মদ (২৫) ও সিলেটের গোলাপগঞ্জ থানার রফিপুর দক্ষিণ মাইজাগ গ্রামের মোস্তাকিন আলীর পুত্র আলিম উদ্দিন (২৬)।
র‌্যাব জানায়, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জালালপুর পয়েন্টস্থ দোলারবাজার গামীপাকা রাস্তার মোড় হতে ১টি মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে র‌্যাব চেক পোষ্ট এর মাধ্যমে উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


এসময় তাদের কাছ থেকে ৩৩ কেজি গাঁজা, ৪টি মোবাইল ও ৬টি সিমকার্ড, নগদ ১০০০ টাকা ও ১টি মাইক্রোবাস উদ্ধার ও জব্দ করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর সারণী১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করে আসামীদের ও জব্দকৃত আলামত সমূহ সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তরকরাহয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১১

Development by: webnewsdesign.com