সুনামগঞ্জের শাল্লায় হিন্দু বাড়িতে হামলার মামলায় আরেক জন গ্রেফতার

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | ৪:১৮ অপরাহ্ণ

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু বাড়িতে হামলার মামলায় আরেক জন গ্রেফতার
apps

সুনামগঞ্জের হিন্দু বাড়িতে হামলা ও বেড়াসহ মূর্তি ভাংচুর-লুটপাটের দায়েরকৃত মামলায় আরেক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। মঙ্গলবার (২৩ মার্চ) ভোররাতে দিরাই থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম আকামত (৬০)। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার নাচনী গ্রামের আনফর আলীর পুত্র।

র‌্যাব জানায়, মঙ্গলবার ভোররাত সোয়া ৩ টার দিকে ২৩ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ্ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন হরিপুর গ্রাম থেকে শাল্লা থানার ৭ (১৮-০৩-২০২১) নং দায়েরকৃত হিন্দু বাড়িতে হামলা ও বেড়াসহ মূর্তি ভাংচুর-লুটপাটের মামলায় আকামতকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এজাহারনামীয় পলাতক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৩

Development by: webnewsdesign.com