সুনামগঞ্জের শাল্লায় হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

রবিবার, ২১ মার্চ ২০২১ | ৪:৪৮ অপরাহ্ণ

সুনামগঞ্জের শাল্লায় হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
apps

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চৌমোহনা চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বাংলাদেশ হিন্দু ছাত্র ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের উপজেলা চত্বর প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, পূজা উদযাপন কমিটির শংকর লাল শাহা,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উদীচী শিল্পীগোষ্ঠীর কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাব্বীর এলাহী, শ্যামল চন্দ্র দাস, মহিলা ঐক্য পরিষদের মুন্না রায়, গীতা রানী কানু, প্রণিত রঞ্জন দেব নাথ, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ দাস, সাংবাদিক শাহিন আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সংখ্যালঘুদের বাড়িতে হামলা লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১

Development by: webnewsdesign.com