সুনামগঞ্জের শাল্লায় মূর্তি ভাংচুর ও লুটপাটের মামলায় লুৎফুর গ্রেফতার

রবিবার, ২১ মার্চ ২০২১ | ৩:২৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের শাল্লায় মূর্তি ভাংচুর ও লুটপাটের মামলায় লুৎফুর গ্রেফতার
apps

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে লুটপাট মূর্তি ভাংচুর ও হামলা মামলার এজাহারনামীয় পলাতক আসামী লুৎফুরকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (১৯ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, লুৎফর রহমান উরফে লুৎফুর (৩৯)। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্ডিপুর গ্রামের মৃত বারিক মিয়ার পুত্র।

র‌্যাব-৯ জানায়, শুক্রবার রাত সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল্লাহ্ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন দিরাই পূর্ব বাজার জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে বাংলাদেশে আলোচিত বেআইনী জনতাবদ্ধে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া সাধারধন জখম করতঃ ঘরের বেড়াসহ মূর্তি ভাংচুর, টাকা পয়সা, স্বর্ণ-অলংকার চুরি করার এজাহারনামীয় আসামী তথা সুনামগঞ্জ জেলার শাল্লা থানার এফআইআর নং-৭ (১৮-০৩-২০২১) ১১ নং আসামী লুৎফর রহমান উপফে লুৎফুরকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত এজাহার নামীয় পলাতক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১

Development by: webnewsdesign.com