সীমান্ত দিয়ে রোগাক্রান্ত গরু মহিষের মাধ্যমে দেশে প্রবেশ করতে পারে করোনা ভাইরাস: সচেতন মহল

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ৩:০১ অপরাহ্ণ

সীমান্ত দিয়ে রোগাক্রান্ত গরু মহিষের মাধ্যমে দেশে প্রবেশ করতে পারে করোনা ভাইরাস: সচেতন মহল
apps

সীমান্ত প্রশাসনের দূর্বলতায় এবং অসাধু কর্মকর্তাদের উৎকোচের জন্য করোনা ভাইরাসের আমদানি সহজে পেতে পারে বাংলার জনগন।পশু পাখির মাধ্যমে এ ভাইরাসের আদান প্রদান হয় বলে চিকিৎসা বিজ্ঞানিদের অভিমত।লাগামহীন ভাবে জালিয়াখলা,লালাখাল, বাঘছড়া,কেন্দ্রী হাওর,কাঠালবাড়ী,মিনাটিলা,রাবার বাগান, শ্রীপুর আসামপাড়া দিয়ে রোগাক্রান্ত ভারতীয় গরু মহিষ অবাধে বাংলাদেশ প্রবেশ করছে।

 

 

 

ইতি মধ্যে একটি গোয়েন্দা সংস্থা খসড়া তালিকা প্রকাশ করেছে যাচাই বাচাইয়ের জন্য।কিন্তু সীমান্ত প্রশাসন আরো লাগামহীন ভাবে সুযোগ করে দিচ্ছে এসকল রোট দিয়ে রোগাক্রান্ত গরু মহিষ প্রবেশের ক্ষেএে।চোরাকারবারিদের দাবী তারা অসাধু কর্মকর্তার সুনির্দিষ্ট লাইন ম্যান ও চুক্তির মাধ্যমে আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি ভারতীয় ব্যাণ্ডের সিগারেট ও ভারতীয় মদের বিনিময়ে এবং মামলার জন্য কিছু গরু মহিষ দিয়ে, প্রতিদিন সীমান্ত দিয়ে গরু মহিষ বাংলাদেশ নিয়ে আসছে।সম্প্রতি জৈন্তাপুর ও ডিবির হাওর ক্যাম্প কঠোর অবস্থানে থাকলেও উপজেলা ৪৮ বিজিবির শ্রীপুর ক্যাম্প ও মিনাটিলা বিশেষ ক্যাম্প এবং ১৯ বিজিবি লালাখাল ক্যাম্প লাগামহীন ভাবে গরু মহিষ ভারতীয় পন্য সামগ্রী বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে।যেন সীমান্ত প্রশাসন নেই বললেই চলে।

 

 

 

সাধারণ ও সচেতন নাগরিক মনে করছে বিষেজ্ঞদের মতানুসারে যেহেতু পশু পাখির মাধ্যমে দেশে করোনা ভাইরাস ছড়াতে পারে সেক্ষেএে রোগাক্রান্ত গরু মহিষের এ ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার ব্যপক সম্ভাবনা রয়েছে।তারা আরো বলেন ভারতীয় রোগাক্রান্ত গরু মহিষ খাওয়ার ক্ষেএে সাবধানতা পালন করতে বলেছেন।

Development by: webnewsdesign.com