সিলেটে ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ৬:২৮ অপরাহ্ণ

সিলেটে ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সিলেটের হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা।

র‌্যাব জানায়, বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃতে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন পশ্চিম রুপশংকর এলাকা থেকে ১০ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী হবিগঞ্জের চুনারুঘাট থানার বাগারুফ গ্রামের আব্দুল আজিজের পুত্র আলমগীর হোসেনকে (৩০) গ্রেফতার করে।

এদিকে, মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-১ কোম্পানীর একটি আভিযানিক দল এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার সদর থানাধীন ১০নং ইউপির লস্করপুর রেল গেইট থেকে ১৫ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার বাহুবল থানার ছিছিরকুট গ্রামের মো: আব্দুল মজিদের পুত্র মোঃ রাসেল মিয়াকে (৩৩) গ্রেফতার করে।

অপরদিকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সাথে একটি যৌথ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মল্লিকপুরব্রীজ এলাকা থেকে ৪ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী হবিগঞ্জ এর চুনারুঘাট থানার হাপ্টারহাওরের মৃত আব্দুল মান্নানের পুত্র মো: রফিকুল ইসলাম (৩২) ও এক থানার ইকরতলী গ্রামের মো: মো: ইয়াবকুব মিয়ার পুত্র পাভেল মিয়াকে (২০) গ্রেফতার করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ৪ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮

Development by: webnewsdesign.com