সিলেটে রায়হান হত্যায় নজরদারিতে জেলা পরিষদ সদস্য হেনা

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ১:৫৬ অপরাহ্ণ

সিলেটে রায়হান হত্যায় নজরদারিতে জেলা পরিষদ সদস্য হেনা
apps

সিলেট জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা বাড়ি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মাজরগাঁওয়ে। রায়হানের হত্যাকারী পুলিশের এসআই আকবর ভুইয়া ও পলাতক সাংবাদিক নোমানের ঘনিষ্ঠ বান্ধবী এবং আকবর ভুইয়াকে ভারতে পালাতে সহায়তাকারী। হেনার বাড়িতে রেখে নোমান হেনার স্বামী হেলাল ও গ্রমের বরমসিদ্ধিপুর পাড়ার মাদক ব্যবসায়ী আরেক হেলাল মিলে আকবরকে গত ১৪ অক্টোবর ভারতের মেঘালয়া রাজ্যে পাঠায়। এর পর থেকে প্রধান কারিগর নোমান আত্মগোপনে ও মাদক ব্যবসায়ী হেলাল একটি মামলায় কারাগারে থাকলেও হেনা ও তার স্বামী হেলাল দেশেই রয়েছেন।

সম্প্রতি জেলা পরিষদ মেম্বার ওই তামান্না আক্তার হেনা,তার স্বামী হেলাল ও তাদের ভাগ্না শাহীন এই তিন জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদেরকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার করা হয় নি। তবে হেনা ও তার স্বামী হেলাল আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।সর্বশেষ খবরে জানা গেছে হেনা গ্রামের বাড়ি ও সিলেট নগরীর বাসা ছেড়ে গোলাপগঞ্জে জেলা পরিষদের আরেক মহিলা মেম্বারের বাড়িতে লুকিয়ে রয়েছেন।

Development by: webnewsdesign.com