সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ৪০: সুস্থ ১০৭

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ৪০: সুস্থ ১০৭
apps

সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪০ জন। বিপরীতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৭ জন। এছাড়া গতকালও এ অঞ্চলে কেউ মারা যাননি মহামারি করোনায়।

গতকাল শনিবার সিলেটে শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে সিলেট জেলার ৩২ ও সুনামগঞ্জের ৮ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১৮৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৩৮৫, সুনামগঞ্জে ২২২২, হবিগঞ্জে ১৬৫৮ ও মৌলভীবাজার জেলায় ১৬২৪ জন।

 

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ১৩৮ জন। এর মধ্যে সিলেটে ৮৭, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ১৯ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০৭ জন। এর মধ্যে সিলেটে ৮১, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ৬ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৯৮৩ জন। এর মধ্যে সিলেটে ৪৬৭৫ সুনামগঞ্জে ১৮৯৯, হবিগঞ্জে ১১১৮ ও মৌলভীবাজারে ১২৯১ জন।

অপরদিকে, সিলেট বিভাগে গতকালও কেউ মারা যাননি করোনাভাইরাসে। তাই সিলেটে আগের দিনের মতো মোট মৃতের সংখ্যা ২০৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪৭, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২০ জন।

Development by: webnewsdesign.com