সিলেটে করোনায় মৃত ব্যক্তিদের সেচ্ছায় লাশ দাফন করছে প্রতিশ্রুতি দাফন টীম

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ৫:২৬ অপরাহ্ণ

সিলেটে করোনায় মৃত ব্যক্তিদের সেচ্ছায় লাশ দাফন করছে প্রতিশ্রুতি দাফন টীম
apps

একটি নির্ঘুম রাত তবুও ক্লান্তি নেই টীম প্রতিশ্রুতির সেচ্ছাসেবীদের মাঝে। এ যেনো নিজের আত্মীয় স্বজনের পাশে দাঁড়ানোর গল্প। কিন্তু নেই কোনো রক্তের সম্পর্ক নেই কারো পূর্ব পরিচয়। তবুও নিজের সর্বোচ্চটা দিয়ে আমাদের কার্যক্রম সমাপ্তি করি। গত সোমবার রাতে করোনা রোগীদের প্লাজমা নিয়ে কাজ করতে করতে ঘড়ির কাঁটা কখন যে ১২ টায় চলে গেলো টেরই পাইনি।

 

তাই সারা দিনের দখলের পর ঘুমই চলে আসছিল হঠাৎ রাত ১ ঘটিকার সময় আমাদের টীমের এক বড় ভাই কল দিয়ে বললেন শহরতলীর জালালাবাদ আবাসিক এলাকায় একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। উনার পরিবার থেকে আমাদের টীমের সহযোগিতা চাচ্ছেন। এমন খবর পেয়ে টীম প্রতিশ্রুতি সকল সদস্যের সাথে আলোচনা করি। আমাদের টীমের বেশির ভাগ সদস্যই বিয়ানীবাজার এলাকায় থাকেন।

টীমের সবার অনুমতি ক্রমে রাতেই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের সেচ্ছাসেবীরা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিলে আসতে আসতে ফজরের নামাজের টাইম হয়ে যায়। আমরা সবাই নামাজ পড়ে যথাযথ নিয়ম মেনে লাশকে গোসল করিয়ে দাফন কাফনের ব্যবস্থা করি। এবং অদ্য সকাল ১০ টা ১৫ মিনিটে জানাযার নামাজ আদায় করে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব সমাপ্তি করে নিজ নিজ কাজে যোগ দেই। আজকের দাফন কাজে উপস্থিত ছিলেন মোঃ সফি আহমেদ, রুহিন চৌধুরী ফরহাদ, আবু মুসা মুস্তফা, শাহাদাত হুসেন জয়, এস এ রুমেল।

Development by: webnewsdesign.com