সিলেটে এসএমপির মতবিনিময়

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ | ১০:৩০ পূর্বাহ্ণ

সিলেটে এসএমপির মতবিনিময়
apps

মিডিয়া ডেস্ক
বঙ্গবন্ধু বিপিএল সিলেট পর্বের আনুষ্ঠানিক শুরু হচ্ছে। ২, ৩ ও ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলএর নির্ধারিত খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এদিকে বিপিএল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার সকাল ১১টায় লাক্কাতুরা চা বাগানস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ঘোষ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেটের সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাহী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জ্যোতির্ময় সরকার পিপিএম সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সুদীপ দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের এর নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, বিসিবির ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস, ফায়ার সার্ভিস সিলেট এর উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মাইনুল আবছান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফজলুল করিম, হোটেল স্টার প্যাসিফিক এর প্রান্ত কান্তি দে ও হোটেল নির্বানা ইন এর মাহফুজ হাসান তান্নাসহ সংশ্লিষ্টরা।

উক্ত সভায় বঙ্গবন্ধু বিপিএল খেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে উপস্থিত সবাই যার যার মতামত উপস্থাপন করেন। এসময় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়াসহ খেলা সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Development by: webnewsdesign.com