সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের হাতে কৃষক খুন

বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ | ৭:৪৭ অপরাহ্ণ

সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের হাতে কৃষক খুন
apps

জমিতে ধান কেটে রাখার জায়গা (জমির আইল) নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের মারধরে এক কৃষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মস্তকিন আলীর ছেলে লিয়াকত আলী (৫৬)।

নিহতের ছেলে নুরুল ইসলাম জানান, তার বাবা বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ধান কাটতে হাওরে যান। তাদের পাশাপাশি ধান কাটছিলেন একই গ্রামের মাতাব মিয়া। কাটা ধান রাখার জায়গা নিয়ে লিয়াকত আলীর সাথে মাতাব মিয়া ও তাঁর সহযোগিদের তর্ক বাঁধে। পরে মাতাব মিয়া ও নুরুল মিয়া মিলে লিয়াকত আলীকে মারধর শুরু করেন এবং ধান বহনের বাং (বাউ) দিয়ে মাথায় আঘাত করলে লিয়াকত আলী জমিতে লুটিয়ে পড়েন।

পরে হাওরে থাকা অন্যান্য লোক লিয়াকত আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফেঞ্চুগঞ্জ থানাপুলিশ। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়েত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার তদন্ত চলতেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে এবং এলাকার পরিস্থিতি শান্ত আছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com