সিলেটের তেতলি, মোল্লারগাঁও ও কামাল বাজার ইউপি নির্বাচনে আর আইনি বাধা নেই

সোমবার, ১৫ মার্চ ২০২১ | ৬:০৭ অপরাহ্ণ

সিলেটের তেতলি, মোল্লারগাঁও ও কামাল বাজার ইউপি নির্বাচনে আর আইনি বাধা নেই
apps

সিলেটের দক্ষিণ সুরমার ৩টি ইউনিয়ন পরিষদে আইনি জটিলতায় দীর্ঘ ১৮ বছর ধরে নির্বাচন হচ্ছে না। নির্বাচন না হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- দক্ষিণ সুরমার তেতলি, মোল্লারগাঁও ও কামাল বাজার।

তবে সুপ্রিমকোর্টে দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার (১৫ মার্চ) এই আইনি জটিলতার অবসান ঘটেছে। এতে তেতলি, মোল্লারগাঁও ও কামাল বাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পথ সুগম হয়েছে।

জানা গেছে, পৃথক ৩টি রিট পিটিশনের কারণে এ তিন ইউনিয়নে ১৮বছর যাবত নির্বাচন হয়নি। তবে সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে দীর্ঘ শুনানি শেষে এসব রিট নিষ্পত্তি করেন।

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু স্বশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এক আবেদন দাখিলের পর নির্বাচন কমিশন তাঁকে সোমবার (১৫ মার্চ) এ আশ্বাস প্রদান করেছেন।

তবে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুজনিত কারণে সিলেট-৩ আসন শূণ্য হওয়ায় আগে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পরপরই এ তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

Development by: webnewsdesign.com