সিলেটের খাদিমে আরেকটি উদ্ধার হওয়া লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | ৩:৪৩ অপরাহ্ণ

সিলেটের খাদিমে আরেকটি উদ্ধার হওয়া লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন
apps

সিলেটে আবারও লাশ উদ্ধার হয়েছে। লাশের শরীরে পাওয়া গেছে ছুরিকাঘাতের চিহ্ন। তবে লাশটি অজ্ঞাত এক কিশোরের। শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলির খাদিমপাড়া কাউতলার একটি ডোবা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে শাহপরাণ থানাপুলিশ। লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হবে।

বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ১৫ বছর হবে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের শেষ প্রান্তে লেকের পাশ থেকে নাইমের রক্তাক্ত লাশ উদ্ধার করে এসএমপি’র শাহপরাণ থানাপুলিশ। এসময় নাইমের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। নাইম আহমদ শাহপরাণ থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে স্থানীয় মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থেকে গ্রিল মিস্ত্রির কাজ করতো।

Development by: webnewsdesign.com