সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ছাড়াল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ১২:৩৬ অপরাহ্ণ

সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ছাড়াল
apps

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ২৫১ জনের। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৬৭৪ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ৯৫৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ৯১ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য জানিয়েছে।

ভারতে করোনায় একদিনে ৮শ ৮৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে ১ লাখ ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর শনাক্ত ৬৬ লাখের বেশি।

আর্জেন্টিনায় করোনায় মৃত্যু একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। সোমবার দেশটিতে সাড়ে ৪শ মানুষের মৃত্যু হয়েছে, যা একইদিনে যুক্তরাষ্ট্রের মৃত্যুর চেয়েও বেশি।

Development by: webnewsdesign.com