সারাদেশে হিন্দুদের বাড়ি, মন্দির ও মন্ডপে হামলা, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(১৯ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাংবাদিক ইউনিয়নের রাজশাহী (আরইউজে) আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে রাজশাহীর কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।
আয়েজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক তানজিমুল হক।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, বাঙালির ইতিহাস সাম্প্রদায়কি সস্প্রীতির ইতিহাস। এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। একটি চক্র এই দেশটাকে আফগানিস্তান পাকিস্থান বানাতে চায়। বাংলাদেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে বহুদিন থেকে।
ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে কোথাও বলা হয় নাই অন্য ধর্মের মানুষকে আক্রমণ করার কথা। দেশের মানুষ রাষ্ট্রে নির্দিষ্ট ধর্ম চায়না, সবাই নিজেদের ধর্ম পালন করতে চাই। ইসলামেও সবাইকে নিজ ধর্মপালনের স্বাধীনতা দিয়েছে। ধর্মকে মানবকল্যাণে ব্যবহার করা হোক।
‘আমাদের দেশে ধর্মীয় উগ্রবাদীদের কোনো ঠাঁই নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সবসময় এসব উগ্রবাদীদের প্রতিহত করতে হবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তবিবুর রহমান, রাজশাহীর সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান, আজিজুল ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান শ্যামল, সিনিয়র ফটোজার্নালিস্ট সেলিম জাহাঙ্গীর, রাশেদ রিপন, বদরুল হাসান লিটন, সৌরভ হাবিব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী এর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহীন আলম সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।
Development by: webnewsdesign.com