সামরিক উত্তেজনার চেয়ে জলবায়ু পরিবর্তন বড় হুমকি: ফিজি

রবিবার, ১২ জুন ২০২২ | ৩:০৬ অপরাহ্ণ

সামরিক উত্তেজনার চেয়ে জলবায়ু পরিবর্তন বড় হুমকি: ফিজি
apps

এশীয় নিরাপত্তা সম্মেলনে ফিজি বলেছে, ‘সামরিক উত্তেজনার চেয়ে জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি বড় হুমকি।’ ফিজির প্রতিরক্ষা মন্ত্রী ইনিয়া সেরুইরাতু বলেছেন, ‌‘মেশিনগান, ফাইটার জেট আমাদের প্রাথমিক নিরাপত্তা উদ্বেগ নয়। আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হল জলবায়ু পরিবর্তন।’

সিঙ্গাপুরে আয়োজিত ওই সম্মেলটিতে চীন-মার্কিন উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ফিজির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন আমাদের সমৃদ্ধির আশা এবং স্বপ্নকে হুমকির মুখে ফেলেছে। মানুষের কারণেই জলবায়ু পরিবর্তন বিধ্বংসী আকার ধারণ করেছে। ঢেউ আমাদের দোরগোড়ায় আছড়ে পড়ছে, বাতাস আমাদের বাড়িঘরকে বিধ্বস্ত করছে, আমরা নানা দিক থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত। ’

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বারবার ফিজি এবং অন্যান্য নিম্নঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিকে আঘাত করেছে। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কারণে ফিজিতে সৃষ্ট বন্যা সাম্প্রতিক বছরগুলিতে হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং অর্থনৈতিক বিপর্যয় ঢেকে এনেছে। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সূত্র : বিবিসি

 

Development by: webnewsdesign.com