সাবেক কাউন্সিলর রাজীবের জামিন আবেদন, আজ শুনানি..

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ১:১৯ অপরাহ্ণ

সাবেক কাউন্সিলর রাজীবের জামিন আবেদন, আজ শুনানি..
apps

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আবেদনের পক্ষে আইনজীবী হচ্ছেন এম ফেরদৌস আল বশির।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি এ মামলায় তার জামিন আবেদন খারিজ করেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ভার্চুয়াল কোর্টে আবেদনের পর আদালত নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত আবেদনটি স্ট্যান্ডওভার (মুলতবি) রাখার আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ২০১৯ সালের ১৯ অক্টোবর আটক করে র্যাব।

Development by: webnewsdesign.com