সাউদির ৩০০ উইকেটের মাইলফলক

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | ১:৪৮ অপরাহ্ণ

সাউদির ৩০০ উইকেটের মাইলফলক
apps

চতুর্থ ইনিংসে ৩৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দুঃস্বপ্নের। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপের মুখে রানের খাতা খোলার আগেই গায়েব দুই উইকেট!

শূন্য রানে দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে শেষ পর্যন্ত তিন উইকেটে ৭১ রানে চতুর্থদিন শেষ করেছে পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট পঞ্চমদিনে গড়ালেও মঙ্গলবার সাদা পোশাকে সাউদির ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার দিনে জয়ের রাস্তা তৈরি করে ফেলেছে নিউজিল্যান্ড। আজ শেষদিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন সাত উইকেট।

পাকিস্তানের দরকার আরও ৩০২ রান। নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে কাজটা প্রায় অসম্ভব। ৩৭ রানে তিন উইকেট হারানোর পর আজহার আলী (১১৭ বলে ৩৪*) ও ফাওয়াদ আলম (৫৫ বলে ২১*) প্রতিরোধ না গড়লে কালই হয়তো শেষ হয়ে যেত পাকিস্তান।

শান মাসুদের পর হারিস সোহেলকে ফিরিয়ে কাল টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাউদি। রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্যানিয়েল ভেট্টোরির (৩৬১) পর তৃতীয় কিউই বোলার হিসেবে এ অর্জন তার। ক্যারিয়ারের ৭৬তম টেস্টে তিনশ’র সীমানায় পা রাখলেন ‘সুইংকিং’। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে ৩০০ উইকেট ক্লাবের ৩৪তম সদস্য সাউদি। তার পেস আক্রমণের বাকি সঙ্গীরাও কাল দারুণ বোলিং করেছেন। ৭১ রান করতে পাকিস্তানকে খেলতে হয়েছে ৩৮ ওভার। শেষদিনেও তাদের লড়াই হবে উইকেট আঁকড়ে রাখার।

এর আগে পাঁচ উইকেটে ১৮০ রান তুলে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ১১১ রানের উদ্বোধনী জুটি গড়ে টম লাথাম (৫৩) ও টম ব্লান্ডেল (৬৪) ফেরার পর কেউই তেমন সুবিধা করতে পারেননি। পাঁচ উইকেটের তিনটিই নেন নাসিম শাহ।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৪৩১। পাকিস্তান প্রথম ইনিংস ২৩৯। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৮০/৫ ডিক্লেয়ার (টম লাথাম ৫৩, টম ব্ল্যান্ডেল ৬৪, কেন উইলিয়ামসন ২১, রস টেলর ১২*, হেনরি নিকোলস ১১। নাসিম শাহ ৩/৫৫)। পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৭১/৩ (আজহার আলী ৩৪*, ফাওয়াদ আলম ২১*। টিম সাউদি ২/১৫)।

Development by: webnewsdesign.com