সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১০

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ

সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১০
apps

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রশাসনের তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনায় সদর মডেল থানায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর সোমবার রাতে অভিযান চালিয়ে ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পুরাতন স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিউমার্কেট মসজিদে মাগরিবের নামাজের সময় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। পরে নামাজ শেষে একদল দুর্বৃত্ত মঞ্চে দর্শক গ্যালারির পেছনে হামলা চালিয়ে গেট সংলগ্ন কয়েকটি তোরণ, লাইট ও বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে। এসময় উপস্থিত দর্শকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এশার আজান ও নামাজের বিরতির পর রাত সোয়া ৯টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আবারও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, এ ঘটনায় পুলিশের এসআই ওবাইদুর বাদি হয়ে ২১জনকে আসামি করে একটি মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে ১০জনকে গ্রেফতার করা হয়েছে।

Development by: webnewsdesign.com