সাংসদ মিসবাহ’র প্রতি পরিকল্পনামন্ত্রীর কড়া মন্তব্য

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ | ১১:৪৬ পূর্বাহ্ণ

সাংসদ মিসবাহ’র প্রতি পরিকল্পনামন্ত্রীর কড়া মন্তব্য
apps

সুনামগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চলের বিভিন্ন মেগা প্রজেক্ট পরি্কল্পনা মন্ত্রী এম এ মান্নানের নিজ এলাকায় নিয়ে যাওয়া বিষয়ে আপত্তি করে বক্তব্য দি‍য়েছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এবার পরিকল্পনামন্ত্রীও তিলেন তার বক্তব্যের কড়া জবাব দিলেন।

সোমবার বিকালে জগন্নাথপুর পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করার সময় এক ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে গত ২৫ অক্টোবর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অনেকগুলো মেগা প্রকল্প পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নিজ এলাকা শান্তিগঞ্জের দুই কিলোমিটারের মধ্যে স্থাপনের প্রতিবাদে জেলা সদরে বিশাল মানববন্ধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।

এ নিয়ে সৃষ্ট বিতর্ক ও মানুষের ক্ষোভ নিরসনে জরুরি সভা ডেকে সদর ও দক্ষিণ সুনামগঞ্জে সীমানায় দেখার হাওরের পাড়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল স্থাপনের প্রস্তাব করে রেজুলেশন করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার রেজুলেশনের কপি দলীয় প্যাডে লিখিত আকারে পরিকল্পনামন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পীর মিসবাকে উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জের কাছে খোলা সুন্দর জায়গায় আমরা একটা প্রস্তাব দিয়েছি। অনুমোদন আমি করতে পারি না। আমার ক্ষমতা নেই। পীর মিসবাহকে ইঙ্গিত করে তিনি বলেন, কিন্তু একজন ব্যক্তি বিরুদ্ধে লেগেছেন, তিনি ঘটনাচক্রে সংসদ সদস্য।

তিনি বলেন, নরমাল নির্বাচন হলে তাঁর আসার কথা নয়। আমাদের দল কৌশলগত কারণে সদরের এই আসনটা (জাপাকে) দিয়েছিল। ফলে তিনি ঘটনাচক্রে এখানের এমপি। আর ঘটনাচক্রের এমপি বলে, আমরা যেখানে (জনগণের) দরজায় গিয়ে কান্নাকাটি করে হাত-পা ধরে ভোট আনি, তাঁকে কিছুই করতে হয় নাই। আওয়ামী লীগ সরে গেছে, তিনি অটোমেটিক হাওয়ায় এমপি হয়ে গেছেন।’

Development by: webnewsdesign.com